ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা পর্যালোচনা সভা
চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তর, খাতুনগঞ্জ এবং আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবসা পর্যালোচনা সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে শুক্রবারের (১১ এপ্রিল) সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু নোমান মো. সিদ্দিকুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান এম জুবায়ের আজম হেলালী।
সভায় ছিলেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান আব্দুল নাসের, দুটি কর্পোরেট শাখা ও দুটি জোনের অধীন অন্য শাখার ব্যবস্থাপকরাও।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে