Views Bangladesh Logo

১৭ মে আইএসপিএবি নির্বাচন

ব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর ২০২৫-২৭ মেয়াদের জন্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির সদস্যদের কাছে নির্বাচন কমিশনের তফসিল পাঠানো হয়েছে।

এতে জানানো হয়েছে, আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে আইএসপিএবি’র ২০২৫-২৭ মেয়াদের জন্য দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

নির্বাচন ভোট চেয়ারম্যান মোহাম্মদ আলী স্বাক্ষরিত তফসিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৯ এপ্রিল এবং এরপর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র বিতরণ চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। এবার মনোনয়নপত্রের মূল্য দ্বিগুণ করা হয়েছে। পরিচালক পদে সাধারণ সদস্যদের জন্য এক লাখ টাকা এবং সহযোগী সদস্যদের জন্য পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করতে ব্যয় হবে এক হাজার টাকা।

নির্বাচন তফসিলের অনুসারে, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ হবে ২৪ মার্চ, সোমবার, বিকেল ৪টায়। প্রার্থীরা ১৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৭ এপ্রিল বিকেল ৫টায় প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ