হামাসের হামলায় নিহত ৫ জনের মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলি সেনাবাহিনীর
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় নিহত পাঁচ ইসরায়েলির মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধার অভিযানের পর মায়া গোরেন, সেনা সদস্য টোমার আহিমাস ও কিরিল ব্রডস্কি, সামরিক বাহিনীর রিজার্ভ সদস্য রাভিদ আরেহ কাটজ ও ওরেন গোল্ডিনের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে এই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করা হয়। সেই সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, বুধবার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় ওই সেনারা নিহত হন। সেদিন হামাস জঙ্গিদের হামলায় ১ হাজার ১৯৭ জন নিহত হয়েছিলেন। যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক ছিলেন।
এ বিষয়ে তারা বিস্তারিত কিছু না জানালেও বলেছে, হামলার সময় হামাস জঙ্গিরা ২৫১ জনকে আটকও করেছে। যাদের মধ্যে ১১১ জন গাজায় জিম্মি রয়েছে। জিম্মিদের মধ্যে ৩৯ জন নিহত হয়েছেন।
তবে ইসরায়েলের হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, হামলার দিন ফিলিস্তিনি জঙ্গিরা তাদের সবাইকে (নিহত সেনারা) হত্যা করে।
এ ব্যাপারে ফোরামটির বিবৃতিতে বলা হয়েছে, যে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে তা ‘একটি গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক সামরিক পদক্ষেপ, যা নিহতদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাপ্তি এবং তাদের পরিবারকে চিরন্তন বিশ্রাম প্রদান করে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে