গাজা ‘বিজয়’ পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার
গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা, যার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডটির ‘বিজয়’ও অন্তর্ভুক্ত। গাজার জনগণকে দেশত্যাগে চাপ দেয়ার পাশাপাশি বলপ্রয়োগের পরিকল্পনাটি বাস্তবায়নেও অগ্রসর হচ্ছে নেতানিয়াহুর সরকার।
একজন কর্মকর্তা সোমবার (৫ মে) জানান, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন মন্ত্রীর সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা গাজার শাসক হামাসকে নির্মূল এবং ভূখণ্ডটিতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যে এই পরিকল্পনাটি ‘সর্বসম্মতভাবে অনুমোদন’ করেছে।
এএফপি জানিয়েছে, দুই মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি অবরোধে গাজায় আবারও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলো বারবার মানবিক বিপর্যয় সম্পর্কে সতর্ক করে দেয়ার পর গাজায় থাকা অবশিষ্ট ফিলিস্তিনিদেরই বের করে দিতে চাইছে ইহুদি দেশটি।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুসারে, বর্তমানে গাজার প্রায় ৫০ শতাংশই নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। গাজার জনসংখ্যার বেশিরভাগই ভূখণ্ডের উত্তরে, বিশেষ করে গাজা শহরে বসবাস করতেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে প্রায় সবাই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন।
ইসরায়েলি ওই কর্মকর্তাও মনে করেন, হামাসকে পরাজিত করার লক্ষ্য অর্জনে ইসরায়েলি বাহিনীকে সহায়তায় তৈরি পরিকল্পনাটি লাখ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় সরে যেতে বাধ্য করতে পারে।
‘চূড়ান্ত হামলায় হাজার হাজার রিজার্ভ সৈন্য তলবের পর রাতারাতি অনুমোদিত পরিকল্পনায় রয়েছে, পুরো গাজা উপত্যকা দখল করে অনির্দিষ্টকালের জন্য সেনাদের অবস্থান। সম্প্রসারিত অভিযান পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবে গাজার জনগণকে তাদের সুরক্ষায় দক্ষিণে স্থানান্তর করাও’- বলেন তিনি।
তবে সরকারি সূত্র জানিয়েছে, পরিকল্পনায় ‘হামাসের বিরুদ্ধে শক্তিশালী হামলা’ অন্তর্ভুক্ত থাকলেও এর প্রকৃতি উল্লেখ করা হয়নি।
অবশ্য গাজার কর্মকর্তারা এপিকে জানিয়েছেন, নতুন পরিকল্পনাটি নেতানিয়াহু সরকারের জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের শর্তে যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনায় হামাসের ওপর চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশও হতে পারে।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এগিয়ে নেয়ার আলোচনায় অচলাবস্থার মধ্যে ১৮ মার্চ থেকে ফের গাজাজুড়ে বড় ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তখন থেকেই ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে বিমান থেকে তীব্র বোমাবর্ষণ এবং স্থল অভিযান সম্প্রসারিত করেছে ইসরায়েলি সেনারা।
বন্দি বিনিময়ের শর্তে মার্কিন মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতির ওই চুক্তি অনুসারে এর আগের দুই মাস হামাসের সঙ্গে যুদ্ধ মূলত বন্ধ ছিল।
গাজার উদ্ধারকারীরা জানিয়েছেন, সোমবারও ইসরায়েলি বিমান হামলায় উত্তরে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে