Views Bangladesh Logo

এবার হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

 VB  Desk

ভিবি ডেস্ক

বার হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। নিহত এই কমান্ডারের নাম হাসান খলিল ইয়াসিন। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ সেপ্টেম্বর) বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একটি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এ ব্যাপারে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে হামলা চালায় তাদের বিমান বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননে ইসরায়েলের চালানো বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। তাদের ওই হামলায় নাসরুল্লাহ ছাড়াও কয়েক শ বেসামরিক নাগরিক মারা যান।

আনাদোলু বলছে, গত বছরের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে লিপ্ত রয়েছে। হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ইতোমধ্যে গাজায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশির ভাগই নারী এবং শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ