Views Bangladesh

Views Bangladesh Logo

হামাসকে ৭ দিনের সময় দিল ইসরায়েল

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ৪ মে ২০২৪

জিম্মি চুক্তিতে রাজি হওয়ার জন্য হামাসকে এক সপ্তাহ সময় দিয়েছে ইসরায়েল। এ সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সামরিক অভিযান শুরু করবে দেশটি।

শুক্রবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে কখন আল্টিমেটাম দেওয়া হয়েছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে মিশরীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, হামাস এই চুক্তিতে সম্মত হওয়ার জন্য আগামী শুক্রবার পর্যন্ত সময় পাবে।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত কয়েক মাস ধরে রাফায় অভিযান চালানোর হুমকি দিয়ে আসছিলেন। একইসঙ্গে তিনি বারবার দাবি করছিলেন, আক্রমণ আসন্ন।

বিদেশে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতাদের কাছে গত সপ্তাহান্তে ইসরাইলের সবুজ সংকেত পাওয়া প্রস্তাবটি হস্তান্তর করা হয়। আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও আলোচনার জন্য তারা কায়রোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

জার্নালটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জিম্মি মুক্তি বা বন্দি বিনিময়ের মেয়াদ থাকবে ৪০ দিন পর্যন্ত । এ সময়ের মধ্যে প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় ধাপটি চলবে কমপক্ষে ছয় সপ্তাহ ধরে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ