Views Bangladesh

Views Bangladesh Logo

লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযান শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার (১ অক্টোবর) এ কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

লেবানন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দেশটির সীমান্তে শত্রু সৈন্যদের লক্ষ্যবস্তু করার ঘোষণার পর ইসরায়েল সুনির্দিষ্ট এই স্থল অভিযান শুরু করেছে।

লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, দক্ষিণ বৈরুতে ইসরায়েল অন্তত ছয় দফা হামলা চালিয়েছে তারা।

এ ছাড়া সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, রাজধানী দামেস্কের আশপাশেও ভয়াবহ হামলা চালানো হয়েছে। সহিংসতা বন্ধে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরায়েল এ হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু হয়েছে।

এর আগে এ অভিযানের অনুমতি দেয় ইসরায়েলের রাজনৈতিক নেতারা।

অন্যদিকে হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, ইসরায়েলের স্থল হামলা মোকাবিলায় তারা প্রস্তুত।

এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ইসরায়েলি স্থল অভিযানের বিরোধিতা করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ইসরায়েলি হামলার কারণে লেবাননে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

খবরে আরও জানা যায়, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহর সঙ্গে তেলআবিরের পুরোনো বিরোধ তীব্র রূপ নেয়। হিজবুল্লাহ হামাসের সমর্থনে ইসরায়েল সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। ইসরায়েলও এসব হামলার পাল্টা জবাব দিয়ে আসছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ