হামাসের নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল
ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। রোববার (২৩ মার্চ) গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নাসের হাসপাতালে চালানো এক হামলায় তাকে হত্যা করা হয়। আল জাজিরার তথ্যানুযায়ী, এই হামলায় আরও অন্তত একজন নিহত হন।
ইসমাইল বারহুম হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হন, যিনি কয়েকদিন আগে ইসরায়েলি হামলায় নিহত হন।
ইসরায়েলি হামলায় ইসমাইল বারহুম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাসের একটি সূত্রও। সূত্রটি জানিয়েছে, রোববার ইসরায়েলি যুদ্ধবিমান নাসের হাসপাতালের অপারেশন থিয়েটারে বোমা হামলা চালায়, যেখানে বারহুম চিকিৎসাধীন ছিলেন। এর আগে মঙ্গলবার ভোরে খান ইউনিসে তার বাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে তিনি গুরুতর আহত হয়েছিলেন।
নাসের হাসপাতালে চালানো হামলার কয়েক ঘণ্টা আগেই গাজার আল-মাওয়াসিতে এক তাঁবুতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হন হামাসের শীর্ষ নেতা সালাহ আল-বারদাউইল।
বারহুমের মৃত্যুর ফলে গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত নিহত হলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর চারজন সদস্য।
এ ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, নাসের হাসপাতালের ভেতরে লুকিয়ে থাকা হামাস সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। তাদের অভিযোগ, বারহুম হাসপাতালের ভেতর থেকে হামাসের হয়ে কার্যক্রম পরিচালনা করছিলেন।
আইডিএফ আরও জানায়, নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। যাতে হাসপাতালের ক্ষতি কম হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে