Views Bangladesh

Views Bangladesh Logo

ইসরায়েলের প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি বাইডেনের আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ১ জুন ২০২৪

গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির প্রস্তাব দিয়েছে, যা তিনটি পর্যায়ে বাস্তবায়ন হবে।

শুক্রবার (৩১ মে) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

তিনি আরও বলেন, গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে। কারণ হামাস ইসরায়েলে আরেকটি বড় আকারের হামলা চালানোর জন্য ‘আর সক্ষম নয়’।

বাইডেন বলেন, প্রথম ধাপটি ছয় সপ্তাহ স্থায়ী হবে। এতে গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারসহ ‘পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি’ অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে রয়েছে বন্দি বিনিময়ের মাধ্যমে নারী, বৃদ্ধ ও আহতসহ বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি জঙ্গিরা। এর বিপরীতে শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েলও।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, দ্বিতীয় ধাপে গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে এবং পুরুষ সেনাসহ বাকি সব জীবিত জিম্মিকে মুক্তি দেয়া হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, একসময় মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান কেন্দ্র ছিল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর। কিন্তু বর্তমানে দক্ষিণ গাজার রাফা শহরে ব্যাপকভাবে হামলা বাড়িয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর ফলে রাফায় ফিলিস্তিনিদের জন্য খাদ্য, ওষুধ সরবরাহ কর্মসূচি বন্ধ করে দেয় জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বোমা হামলা ও স্থল হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ