Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ করলে ইসরায়েল একাই লড়বে: নেতানিয়াহু

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 'তাঁর দেশ একা লড়তে পারে।'

শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে বুধবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, যদি তারা রাফায় অভিযান চালাতে যায় তাহলে সেখানে ব্যবহারের জন্যে আমি অস্ত্র সরবরাহ করবো না।

তিনি আরও বলেন, রাফাহ শহরে আক্রমণ চালালে যুক্তরাষ্ট্র কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। যার মধ্যে রয়েছে আর্টিলারি শেল।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যদি প্রয়োজন হয়...আমরা একা দাঁড়িয়ে থাকব। আমি বলেছি, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব।‘

বাইডেনের হুঁশিয়ারি নাকচ করতে গিয়ে ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল কিন্তু আমাদের মধ্যে চেতনা, বীরত্ব ও ঐক্যের প্রচণ্ড শক্তি ছিল, তা নিয়ে আমরা বিজয়ী হয়েছিলাম।'

বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যদি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেন তাহলে ইসরায়েলের কাছে আমাদের নখের চেয়ে বেশি শক্তি আছে। সেই আত্মার শক্তিতে এবং ঈশ্বরের সাহায্যে আমরা একত্রিত হয়ে যুদ্ধে বিজয়ী হবো।

এরইমধ্যে নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি সেরা বন্ধুদের এই বিষয়টি বোঝা দরকার যে, তার দেশকে কাবু করা যাবে না। তারা শক্ত হয়ে দাঁড়াবেন। তারা তাদের লক্ষ্য অর্জন করবেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। ওই দিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত তাদের এ হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ