৩ জিম্মির বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হয়েছে। স্থানীয় সময় রোববার বেলা সোয়া ১১টায় চুক্তিটি কার্যকর হয়। আর এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার।
সোমবার সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায়, চুক্তি আওতায় যুদ্ধবিরতির প্রথমদিনেই ইসরায়েলি তিন নারী বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। বিনিময়ে কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সবাই নারী ও শিশু।
এর আগে রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে রেড ক্রসের কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয় হামাস। পরে তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাবেক জিম্মি রোমি গোনেন, এমিলি দামারি ও দোরোন স্টেইনব্রিচার এ মুহূর্তে নিরাপদ আছেন। তারা আমাদের কাছে আছেন। তারা বাড়ি ফিরছেন।’
হ্যাগারি আরও বলেন, ‘যেসব জিম্মি এখনো অমানবিক অবস্থায় গাজায় আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমরা তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছি।’
অপরদিকে হামাস জানিয়েছে, গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।
আল জাজিরা আরও জানায়, চুক্তির প্রথমদিনে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের মধ্যে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ রয়েছেন। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা। এ ছাড়াও চুক্তির প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। যার মধ্যে রয়েছে নারী, শিশু এবং ৫০ বছরের বেশি বয়সী পুরুষরা। অন্যদিকে প্রথম ধাপে কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি নারী ও ১৯ বছরের কম বয়সী শিশুদের মুক্তি দেবে ইসরায়েল। বন্দিদের সংখ্যা ৯৯০-১,৬৫০’এর মধ্যে হতে পারে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার জবাবে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৬ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ১০ হাজার ৭২৫ জন আহত হয়েছেন। অপরদিকে হামাসের ওই আক্রমণে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছিলেন। হামাস ২০০ বন্দি করে নিয়ে আসে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে