Views Bangladesh Logo

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ৩৬

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের চালানো বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়।

আল-জাজিরা জানায়, শুক্রবার (১৫ মার্চ) নুসিরাত শরণার্থী শিবিরের কাছাকাছি মধ্য গাজার একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে নিহত ৩৬ জনের বেশির ভাগই শিশু।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একটি পরিবারের বাড়ি ধ্বংস হয়েছে এবং নিহতদের মধ্যে গর্ভবতী নারীরাও ছিলেন।

এ ঘটনার পর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ জানায়, ‘আমরা যুক্তরাষ্ট্র প্রশাসন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসরায়েলি বাহিনীকে এই অপরাধের জন্য এবং আশ্রয়হীন বেসামরিক নাগরিকদের গণহত্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী করি।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১২ শ’র বেশি মানুষ নিহত হন। জিম্মি করে নিয়ে যাওয়া হয় ২৪২ জনকে। ওই দিন থেকে গাজা উপত্যকায় ইসরাইলের টানা বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭৩ হাজার মানুষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ