Views Bangladesh

Views Bangladesh Logo

বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে ইসরায়েলের বিমান হামলায় বহু হতাহত

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সে সময় দক্ষিণ বৈরুতের দাহিয়েহ শহরতলীর হারেত হরিক এলাকার প্রধান কার্যালয়ে থাকা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বেঁচে গেলেও এই হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান থেকে ফেলা একের পর এক ব্যাপক বোমা বিস্ফোরণে ছয়টি উঁচু ভবন ধসে গেছে।

সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, হামলার সময় আবাসিক ভবনগুলোর নিচে অবস্থিত হিজবুল্লাহর প্রধান কার্যালয়ে ছিলেন নাসরুল্লাহ। তিনি এই হামলায় আহত নাকি নিহত হয়েছেন, সেটি পরীক্ষা করা হচ্ছে।

তবে নাসরুল্লাহর খুব কাছের জনদের বরাতে রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ পর্যন্ত উদ্ধার করা আহত ৭৬ জনের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের আকার এবং সময়ের প্রেক্ষাপটে বলা হচ্ছে, কোনো সিনিয়র নেতাও ভবনগুলোর ভেতরে থাকতে পারেন।

লেবানন টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে এখনো উদ্ধার অভিযান ও আগুন নেভানোর কাজ চলছে। আশপাশে বসবাসকারী অনেক লোককে জিনিসপত্র সংগ্রহ করতে এবং জেলার বাইরে একটি প্রধান সড়ক ধরে পালিয়ে যেতে দেখা গেছে।

এই হামলার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণে বলেন, লক্ষ্য অর্জনের আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না।

পেন্টাগন জানিয়েছে, হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগাম সতর্কতা ছিল না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ