Views Bangladesh

Views Bangladesh Logo

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতার যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধিদল

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজায় আটক জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য কাতারে প্রতিনিধিদল পাঠানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) এ অনুমোদন দেয় দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় স্থানীয় গণমাধ্যম। গতকাল সন্ধ্যায় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি বলেন, তাঁদের প্রতিনিধিদল ইতোমধ্যে প্যারিস থেকে ফিরে এসেছে। সম্ভবত একটি সমঝোতার দিকে অগ্রসর হওয়ার সুযোগ আছে।

পরে এ ব্যাপারে ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইসরায়েলি প্রতিনিধিদলের সঙ্গে তাদের মন্ত্রিসভার বৈঠকটি শেষ হয়েছে। আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আগামী দিনগুলোতে কাতারে একটি প্রতিনিধিদল পাঠাতে সম্মত হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এই আলোচনায় ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, এই আলোচনা ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছিল। যেখানে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র, মিসর, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের প্রধানরা।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে একই দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৯ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ