Views Bangladesh Logo

ইরানে হামলার বিষয়ে একাই সিদ্ধান্ত নেবে ইসরায়েল

 VB  Desk

ভিবি ডেস্ক

রানের হামলার ব্যাপারে ইসরাইল নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরাইলকে সংযত থাকার আহ্বান জানালেও ইরানে হামলার সিদ্ধান্তে এখনো অনড় তেল আবিব। ফলে হামলার ধরণ কেমন হবে একান্ত ভাবেই নিজেরা নিতে চায় ইসরাইল।

ইরানের হামলার পরিপ্রেক্ষিতে বুধবার ইসরাইল সফর করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইল নিজেরাই নিজেদের সুরক্ষার সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আমি মনে করি, ইসরাইলকে রক্ষায় বন্ধুদেশগুলো আমাদের পাশে থাকবে। শুধু কথায় নয়, কাজেই সেই প্রমাণ দেবে। তারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরাই নেবো। ইসরাইল নিজেদের সুরক্ষায় সব কিছু করবে।

নেতানিয়াহুর কার্যালয় জানায়, অ্যানালেনা বেয়ারবক ও ডেভিড ক্যামেরনকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমি এটি পরিষ্কার করে বলতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব। নিজেকে রক্ষার জন্য ইসরাইল রাষ্ট্র প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে বুধবার আবারো বৈঠক করেছে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠকে ইরানের হামলার জবাব দেয়ার বিষয়ে মন্ত্রিসভার সদস্যরা একমত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। তবে হামলার কৌশল এখনো চূড়ান্ত করেনি এই মন্ত্রিসভা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ