Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত

ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় একটি শিবিরে চালানো ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গাজা শহরে চালানো আরেকটি হামলায় ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতিমা হাসুনা ও তার পরিবারের ১০ সদস্য প্রাণ হারান।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া অস্ত্রবিরতি ভেঙে গত ১৮ মার্চ থেকে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর ফলে শুরু হয় টানা বিমান হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়, হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ হামলার সিদ্ধান্ত নেয়া হয়।

ইসরায়েল দাবি করেছে, গাজায় আটক থাকা সকল জিম্মিকে মুক্ত করাই তাদের এই অভিযানের মূল লক্ষ্য। অন্যদিকে হামাস এই সহিংসতা শুরুর জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়কেই দায়ী করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ