Views Bangladesh Logo

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪১

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে সর্বশেষ ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় আরও ৪১ জন নিহত হয়েছেন। ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় সূত্র ও কর্মকর্তারা।

সোমবার (৩১ মার্চ) গাজার পূর্বাঞ্চলের আল-তুফফাহ এলাকায় ইয়াফা সড়কে হামাদেহ পরিবারের বাড়িতে হামলা চালানো হয়। এতে তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন একটি মেডিকেল সূত্র।

এছাড়া মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে এক দল বেসামরিক নাগরিকের ওপর হামলা চালায় ইসরায়েল। এতে এক নারীসহ দুই ফিলিস্তিনি নিহত হন।

এদিকে গাজার রাফাহ শহরে একটি গাড়িতে ইসরায়েলের চালানো হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরেকজন আহত হন। এই এলাকায় হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে সেখান থেকে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবারের আগে বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় শিশুসহ ৩৫ জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে খান ইউনিসে ফিলিস্তিনিদের বাড়িতে ও বাস্তুচ্যুত শরণার্থীদের তাঁবুতে চালানো হামলায় ১৭ জন এবং মধ্য গাজায় আরও আটজন নিহত হন।

রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত খান ইউনিসে তিনটি বসতবাড়িতে চালানো হামলায় আরও ১০ জন নিহত হন।

এর আগে ঈদের প্রথম দিন রোববার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত হন ৬৪ জন ফিলিস্তিনি।

বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল তার তীব্র হামলা পুনরায় শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১,০০১ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩৫৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ৮০টি মরদেহ এবং ৩০৫ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন; কিন্তু অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩৫৭ এবং আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ