গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) দক্ষিণ খান ইউনিস শহরের আল-মানারা এলাকায় একটি বাড়িতে বিমান হামলা চালালে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন বলে জানিয়েছে চিকিৎসকদের একটি সূত্র।
এছাড়া, খান ইউনিসের পশ্চিম অংশে একটি শরণার্থী তাবুতে হেলিকপ্টার হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে এক চিকিৎসক জানান, দক্ষিণের খান ইউনিস শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, জাবালিয়া শহরে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রে বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আবার রাফাহ শহরে দুটি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আরেকটি সূত্র।
এছাড়া, কেন্দ্রীয় গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে একটি বাড়িতে বিমান হামলায় আরও দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের দারঘাম পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
এছাড়া, মধ্য গাজার আল-সাওয়ারহা এলাকায় ফিলিস্তিনিদের একটি দলের ওপর হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে