Views Bangladesh

Views Bangladesh Logo

শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলা ‘যুদ্ধাপরাধ’: জাতিসংঘ মহাসচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর আক্রমণের সময় জাতিসংঘের শান্তিরক্ষীরাও ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হওয়ায় নিন্দা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। একে ‘যুদ্ধাপরাধ’ বলেও ইসরায়েলকে হুশিয়ারি দিয়েছেন তিনি।


রবিবার (১৩ অক্টোবর) গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে। ইসরায়েলের সঙ্গে থাকা দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষীরাও বার বার এ হামলার লক্ষ্যে পরিণত হওয়ায় একে ‘যুদ্ধাপরাধ’ বলে  হুশিয়ারি দিয়েছেন বিশ্ব সংস্থার প্রধান।

ইসরায়েল দক্ষিণ লেবাননে আগ্রাসন চালানোর পর ১৯৭৮ সালে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে জাতিসংঘ। বাহিনীটি ‘ইউএন ইন্টেরিম ফোর্স ইন লেবানন’ বা ‘ইউএনআইএফআইএল’ নামে পরিচিত। প্রতি বছর জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ নীল হেলমেটধারী বাহিনীটির দায়িত্ব পুনর্নির্ধারণ করে দেয়।

বিভিন্ন জাতীয়তার প্রায় সাড়ে নয় হাজার সেনার সমন্বয়ে গঠিত ইউএনআইএফআইএল রবিবার তাদের অবস্থানে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে’ গুলি চালানোর অভিযোগ এনেছে। বাহিনীর প্রধান ফটকও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক। ইউএনআইএফআইএল আরও বলছে, গত শুক্রবার (১১ অক্টোবর) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিণত করার সময় ইসরায়েলি বাহিনীর প্রথম দফা হামলায় আহত হয়েছেন অন্তত পাঁচজন শান্তিরক্ষী।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তিরক্ষীদের ‘ক্ষতির পথ’ থেকে সরিয়ে নিতে গুতেরেসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, হিজবুল্লাহ তাদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, ‘জাতিসংঘকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে’।

ইউএনআইএফআইএল অবশ্য তার অবস্থান ছাড়তে অস্বীকার করেছে। এক্সে করা পোস্টে সংস্থাটি জানায়, ‘ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা দেয় এবং এতে যেকোনো সীমাবদ্ধতা ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।’ ওই পোস্টে আরও বলা হয়, ‘আমরা এই ভয়াবহ লঙ্ঘনের জন্য আইডিএফ-এর কাছে ব্যাখ্যা চেয়েছি।’

স্টিফেন দুজারিক তার বিবৃতিতে বলেন, ‘ইউএনআইএফআইএল কর্মী এবং এর প্রাঙ্গণকে কখনই লক্ষ্যবস্তু করা উচিত নয়। শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা যুদ্ধাপরাধের শামিল হতে পারে’।

তিনি বলেন, ‘আজ (রবিবার) ঘটে যাওয়া গভীর উদ্বেগজনক ঘটনায় আইডিএফের সাঁজোয়া যান ইচ্ছাকৃতভাবে জাতিসংঘের অবস্থানের প্রবেশদ্বার লঙ্ঘন করেছে’।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করে ‘আইডিএফসহ সব পক্ষকে আমাদের শান্তিরক্ষীদের ঝুঁকিতে ফেলে এমন যেকোনো ও সব কার্যক্রম থেকে বিরত থাকার’ আহ্বানও জানান দুজারিক।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ