Views Bangladesh

Views Bangladesh Logo

উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৩

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২০ অক্টোবর ২০২৪

গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলের ভয়াবহ হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

গাজার কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার গভীর রাতে উত্তর গাজার বেইত লাহিয়া শহরে চালানো এই বোমা হামলার পর অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানান, এই অঞ্চলে যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার কারণে বেইত লাহিয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, ‘জনাকীর্ণ’ আবাসিক এলাকায় বোমা হামলা চালানো হয় এবং এতে ৭৩ জন নিহত হয়েছেন।

নিহতের এই একই সংখ্যা জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আবাসিক এলাকাকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় ৭৩ জন শহীদ এবং আহত অনেককে উদ্ধার করেছে আমাদের বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা শহীদরা।’

তবে হামাস কর্তৃপক্ষ যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা 'অতিরঞ্জিত' বলে মন্তব্য করেছে ইসরায়েল। তারা বলেছে, তাদের কাছে থাকা তথ্যের সঙ্গে মেলে না।

মাহমুদ বাসাল আরও বলেন, এই হামলায় বেশ কয়েকটি পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবিসিকে জানায়, তারা হামাসের ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে এবং বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সম্ভাব্য সব কিছু করছিল।’

আইডিএফ আরও জানায়, হামাস অফিস থেকে যে হতাহতের কথা বলা হয়েছে তা ‘অতিরঞ্জিত’ এবং এ ধরনের সূত্র ‘আগের ঘটনাগুলোতে নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয়নি’।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাতে ঘনবসতিপূর্ণ জাবালিয়া ও সেখানকার শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৩ জন নিহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ