Views Bangladesh Logo

গাজার খান ইউনিস ছাড়লেও ইসরায়েলি সেনাদের অভিযানে ২৫৫ ফিলিস্তিনি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষিণ গাজার পূর্ব খান ইউনিস থেকে ইসরায়েলি সামরিক বাহিনী চলে যাওয়ার পরে নিজেদের বাড়িঘরে ফিরে এসেছে হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনী যখন সপ্তাহব্যাপী এলাকাটিতে অভিযান চালায় তখন তারা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী চলে যাওয়ার পর উদ্ধারকর্মী এবং বেসামরিক নাগরিকরা খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার সড়ক থেকে বহু ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে আসে।

হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিস জানিয়েছে, খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকায় ইসরায়েলের আট দিনের অভিযানে ২৫৫ জন ফিলিস্তিনি নিহত ও ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি সেনারা সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে ১৫০ জন বন্দুকধারী ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং জঙ্গি সুড়ঙ্গ ধ্বংস ‍ও অস্ত্র জব্দ করেছে।

তারা বলেছে, ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত রাখার লক্ষ্যে সেখানে এ অভিযান চালানো হয়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের চালানো এই অভিযানে ফিরে আসা বাসিন্দাদের মধ্যে অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এ প্রসঙ্গে হামাসের মিডিয়া অফিস জানায়, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত ৩০টি বাড়িতে হামলা চালানো হয়।

এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে খান ইউনিসের পূর্বাঞ্চলীয় শহর বানি সুহাইলার প্রধান কবরস্থানের পাশাপাশি এর আশপাশের বাড়িঘর ও রাস্তাঘাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৯ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯০ হাজার ৯৯৬ জন আহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ