যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে হামাস, কঠোর ব্যবস্থা নেয়া হবে: নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাস চলমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। যার কারনে হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন নেতানিয়াহু।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল দাবি করেছে শিরি বিবাস নামের এক নারীর মরদেহ হস্তান্তরের কথা থাকলেও তা করেনি হামাস। পরিবর্তে অজ্ঞাত এক 'গাজাবাসীর' মরদেহ দেয়া হয়েছে।
শুক্রবার নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে শিরিকে ফিরিয়ে আনবো, এমনকি আমাদের সব জিম্মি— জীবিত এবং মৃতসহ সবাইকে’। তিনি আরও বলেন, ‘‘হামাসকে এই ‘নিষ্ঠুর’ ও ‘মন্দ’ কাজের জন্য পুরোপুরি শাস্তি দিতে বাধ্য করবো’’।
বৃহস্পতিবার হামাস চারটি মরদেহ ফিরিয়ে দিয়েছিল, কিন্তু ইসরায়েলি বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার মধ্যে একটি ছিল অজ্ঞাত এক নারীর মরদেহ, যেটি শিরি বিবাসের নয়। তবে শিরির দুই ছেলে- কফির ও এরিয়েলের মরদেহ শনাক্ত করেতে পেরেছে তারা।
নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা ‘অত্যন্ত নির্মম ও ধূর্ত’ আচরণ করেছে। তারা শিরি বিবাসের মরদেহের পরিবর্তে গাজার একজন নারীর মরদেহ কফিনে রেখে দিয়েছে। শিরি বিবাসকে তার দুই ছেলে ও স্বামী ইয়ার্দেনের সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার সময় অপহরণ করা হয়েছিল।
এ বিষয়ে হামাস এখনও কোনো প্রকাশ্য মন্তব্য করেনি। ইসরায়েলের এই অভিযোগ গত মাসে যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে বিপন্ন করে তুলতে পারে।
তবে এটি শনিবার মুক্তি পাওয়ার কথা থাকা ছয়জন জীবিত জিম্মির হস্তান্তরে বিলম্ব বা বাধা সৃষ্টি করবে কি না, অথবা আগামী দিনে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় কোনো প্রভাব ফেলবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে