বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০
পূর্ব সতর্কতা ছাড়াই লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক আলোচনার মধ্যে শনিবার(২৩ নভেম্বর) এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৬৬ জন আহত হয়েছেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মধ্য বৈরুতে চতুর্থ হামলায় এ হতাহতের ঘটনা ঘটল।
তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার ভোর ৪টার ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের কেন্দ্রস্থলের একটি আটতলা ভবন ধ্বংস হয়ে যায়।
এ বিষয়ে হিজবুল্লাহর আইনপ্রণেতা আমিন শিরি বলেন, হিজবুল্লাহর কোনো কর্মকর্তা ভবনের ভেতরে ছিলেন না। হামলায় আশপাশের কয়েকটি ভবনের সম্মুখভাগ ধসে যায় এবং গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
লেবাননের সিভিল ডিফেন্সের কর্মকর্তা ওয়ালিদ আল-হাশাশ বলেন, ‘এলাকাটি আবাসিক। ভবনগুলো খুব ঘেষাঘেষি ও জনাকীর্ণ। সরু রাস্তা হওয়ায় পরিস্থিতিকে জটিল করে তুলেছে।’
সোর এলাকার ফিলিস্তিনি সংগঠন ফাতাহর মুখপাত্র মোহাম্মদ বিকাই বলেন, নিহতরা নিকটবর্তী আল-রশিদিহ শিবির থেকে আসা ফিলিস্তিনি শরণার্থী। তারা মাছ ধরতে বেরিয়েছিলেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এ ছাড়াও পূর্বাঞ্চলীয় শহর শমুস্তারে চার শিশুসহ আটজন, দক্ষিণাঞ্চলীয় রুমিন গ্রামে আরও পাঁচজন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় বুদাই গ্রামে আরও পাঁচজন নিহত হয়েছে।
এদিকে এপির খবরে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস ধরে চলা এই লড়াইয়ে লেবাননের জনসংখ্যার এক চতুর্থাংশ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বোমা হামলা ও লড়াইয়ে প্রায় ৯০ জন সৈন্য ও প্রায় ৫০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে