সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৮
এবার সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালাল ইসরায়েল। এতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচ সদস্যসহ ৩৮ জন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে দুটি নিরাপত্তা সূত্র।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৯ মার্চ) ভোরে আলেপ্পো প্রদেশের দক্ষিণাঞ্চলে জিবরিন শহরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ডিপোকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ৩৬ জন সেনা নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোরের আগে চালানো এ হামলায় বেসামরিক মানুষ ও সামরিক কর্মী নিহত ও আহত হয়েছেন।
এ ঘটনায় সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ভোরে আলেপ্পো শহরের কাছে ইসরায়েলের চালানো এই বিমান হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। এতে ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলেপ্পোয় সিরীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর সময় এ হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা জানায়নি।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডয়েচে ভেলে আরও জানায়, এর আগে আলেপ্পোর চারপাশে ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক ও সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। ইদলিব ও আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকা থেকে ড্রোন হামলার সঙ্গে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেবাননের অভ্যন্তরে একাধিকবার হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে