Views Bangladesh Logo

ইসরায়েলে আল জাজিরা বন্ধে আইন পাস

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা বন্ধের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। পাশাপাশি সরকারকে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন বিদেশি চ্যানেল বন্ধের ক্ষমতা দিয়ে একটি আইনও পাস হয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে।

সোমবার (১ এপ্রিল) এই আইন পাস হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেট আল-জাজিরাসহ অন্যান্য বিদেশি চ্যানেল বন্ধের লক্ষ্যে আইনটি পাস করে। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৭১টি এবং বিপক্ষে ভোট পড়ে মাত্র ১০টি। এ নিয়ে এই আইনের তৃতীয় খসড়া পাস হলো। এর আগে প্রথম খসড়া পাস হয় ১২ ফেব্রুয়ারি।

এই আইনের অধীনে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি মনে করে, কোনো সম্প্রচার রাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি হয়ে উঠতে পারে—সে ক্ষেত্রে দেশের যোগাযোগমন্ত্রী দেশটিতে কাজ করা বিদেশি সংবাদ নেটওয়ার্কগুলো বন্ধ করার এবং তাদের সরঞ্জাম বাজেয়াপ্ত করার অধিকার সংরক্ষণ করবেন।

নেসেটে আইনটি পাস হওয়ার পরপরই ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কাতারি সম্প্রচারমাধ্যম আল জাজিরা চ্যানেল ‘আগামী দিনগুলোতে’ যেকোনো সময় বন্ধ হয়ে যাবে। এ ছাড়া, বিল পাস হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ‘অবিলম্বে আল জাজিরা বন্ধের লক্ষ্যে কাজ শুরু করার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র আল জাজিরা বন্ধ করার বিল পাসকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেন, “আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি এবং এটি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র সারা বিশ্বের সাংবাদিকদের সমালোচনামূলক গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করে এবং এর মধ্যে যাঁরা গাজায় সংঘাতের রিপোর্ট করছেন তাঁরাও অন্তর্ভুক্ত।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ