Views Bangladesh Logo

আসছে নতুন বাজেট

তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতি ২০২৭ পর্যন্ত, সিমের ট্যাক্স বাড়ছে ১০০ টাকা

তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতির মেয়াদ ২০২৭ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। এ ছাড়া মোবাইল সিমের ট্যাক্স ২০০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব আসতে পারে নতুন অর্থ বছরের বাজেটে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংক্রান্ত সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী মাহমুদ আলী।

তথ্যপ্রযুক্তি খাতের ২৭টি উপখাতে ১৯৯৯ সাল থেকে কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে তথ্য প্রযুক্তি খাত। চলতি বছরের ৩০ জুন থেকে এ অব্যাহতির মেয়াদ উঠে যাওয়ার কথা ছিল। তবে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যেক্তারা এই কর অব্যাহতির মেয়াদ কমপক্ষে ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর দাবি জানান।

গত ২০ মে বাংলাদেশের সফটওয়্যার উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতির মেয়াদ এখনই উঠে যাচ্ছে না। এই কর অব্যাহতির মেয়াদ বাড়ানো হবে এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে নতুন কর আরোপ করা হচ্ছে না।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন অর্থবছরের বাজেটে তথ্যপ্রযুক্তির কর অব্যাহতির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। তবে কর অব্যাহতি সুবিধার উপখাত ২৭ থেকে কমিয়ে ২১টি করা হচ্ছে।

সূত্র আরও জানায়, প্রাপ্ত তথ্য অনুযায়ী টেলিযোগাযোগ খাতে সিমের ট্যাক্স ২০০ টাকা থেকে ৩০০টাকা বাড়ানোর হচ্ছে। এ ছাড়াও মোবাইল ইন্টারনেট ব্যবহারে ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়তে পারে। মোবাইল হ্যান্ডসেটে বিক্রিতেও ৫ শতাংশ ভ্যাট বাড়তে পারে।

জানা গেছে, নতুন অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ