বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালি বৈধ সরকারি চ্যানেলে বাংলাদেশি কর্মী নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ মে) ঢাকায় তার অফিসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইতালির সরকার বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে এবং আরও জনশক্তি নিতে ইচ্ছুক।
তিনি বলেন, ‘তারা বৈধ অভিবাসনে জোর দিয়েছেন। অন্যদেশের ভিসা নিয়ে তৃতীয় দেশ হয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে যাওয়ার প্রবণতাকে নিরুৎসাহিত করেছেন। আমরা তাদের অনিয়মিত চ্যানেলে দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের মর্যাদা নিয়মিত করতে বিবেচনারও আহ্বান জানিয়েছি’।
বৈঠকে পুলিশ, কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মাঝে সহযোগিতা বাড়াতে জোর দেয়া হয়েছে।
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওই ঘটনায় জড়িত ৫৪ জনকে আইনি ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
‘জড়িত কাউকেই রেহাই দেয়া হবে না’- বলেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে