Views Bangladesh Logo

ট্রাম্পের ওপর হামলায় সবার নিন্দা জানানো উচিৎ: বাইডেন

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় সবার অবশ্যই নিন্দা জানানো উচিৎ।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতির উদ্দেশে বাইডেন বলেন, ট্রাম্প 'ভালো আছেন' জানতে পেরে স্বস্তি পেয়েছেন তিনি।

ওই বক্তব্যের আগে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে তার কয়েক ঘণ্টা পর কথা হয়েছে।

বাইডেন বলেন, “আমরা এ ধরনের ঘটনা হতে দিতে পারি না। এ ধরনের সহিংসতা যে আমেরিকায় ঘটবে তা অকল্পনীয়।”

টেলিপ্রম্পটার ছাড়াই কথা বলার সময় বাইডেন বলেন, ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে উদ্দেশ্যমূলক হত্যাচেষ্টা বলার আগে তিনি আরও কিছু তথ্যের জন্য অপেক্ষা করছেন।

আরও তথ্য পাওয়ার পর জানানো হবে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমার একটি মতামত আছে, তবে উপযুক্ত প্রমাণ নেই।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ