Views Bangladesh Logo

রোজায় ভারতীয় ভিসার আবেদন গ্রহণ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

মজান মাসে ভিসা আবেদনের গ্রহণের সময়ে পরিবর্তন এনেছে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র।

শনিবার (৯ মার্চ) ভারতীয় হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে জানায়, রমজান মাসে আগামী ১২ মার্চ থেকে শুধু যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।

সেখানে বলা হয়, বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকাল সাড়ে ৩টার আগে সেন্টারে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) রয়েছে।

ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়ায় এসব ভিসা আবেদনকেন্দ্র অবস্থিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ