Views Bangladesh

Views Bangladesh Logo

৭ রানে অলআউট হয়ে টি-টোয়েন্টিতে আইভরি কোস্টের রেকর্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়ে ছেলেদের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন স্কোরের নতুন রেকর্ড গড়েছে আইভরি কোস্ট।

রোববার (২৪ নভেম্বর) লাগোসে অনুষ্ঠিত ছেলেদের আইসিসি টি-২০ বিশ্বকাপ সাব-রিজিওনাল আফ্রিকা বাছাইপর্বের গ্রুপ সি’র ম্যাচে এই লজ্জাজনক ঘটনা ঘটে।

নাইজেরিয়া টস জিতে প্রথমে ব্যাট করে ২৭১ রান তোলে মাত্র ৪ উইকেট হারিয়ে। ম্যাচের সেরা খেলোয়াড় সেলিম সালাউ ৫৩ বলে ১১২ রান করেন। সুলাইমান রানসিউ ২৯ বলে ৫০ এবং আইজ্যাক ওকপে ২৩ বলে অপরাজিত ৬৫ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে আইভরি কোস্ট পুরোপুরি ভেঙে পড়ে। বামহাতি স্পিনার আইজ্যাক দানলাদি ও বাঁহাতি পেসার প্রসপার উসেনি তিনটি করে উইকেট নেন। ডানহাতি পেসার পিটার আহো শিকার করেন দুই উইকেট, আর সিলভেস্টার ওকপে পান একটি উইকেট। একটি রান আউটও হয়।

আইভরি কোস্টের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭.৩ ওভারে, দলীয় সংগ্রহ মাত্র ৭। ওপেনার ওউয়াতারা মোহামেদ করেন সর্বোচ্চ ৪ রান। দলের অন্যান্য ব্যাটসম্যানদের রান ছিল যথাক্রমে: ৪, ০, ১, ০, ০, ১, ০, ১, ০*, এবং ০।

এটি পুরুষদের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এক অঙ্কের স্কোর। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ১০ রান, যা মঙ্গোলিয়া এবং আইল অব ম্যান দুইবার করে করেছিল, যথাক্রমে চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে এবং গত বছর স্পেনের বিপক্ষে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ