Views Bangladesh Logo

হত্যা মামলায় আইভীকে পাঠানো হলো কারাগারে

 VB  Desk

ভিবি ডেস্ক

সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৯ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, মিনারুল হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে।

শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তিনি দিনের আলো দেখার পর পুলিশের সঙ্গে যাওয়ার ঘোষণা দিয়ে ভোর পৌনে ৬টার দিকে পুলিশের গাড়িতে করে থানার উদ্দেশে বাড়ি ত্যাগ করেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আইভীর সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ির বাইরের চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বাড়ির চারপাশ ঘিরে রাখেন। এছাড়া আশপাশের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে যাওয়ার আহ্বান জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ