Views Bangladesh Logo

টানা বৃষ্টিতে সবুজে ছেয়ে গেছে মক্কার জাবাল আল নূর

 VB  Desk

ভিবি ডেস্ক

টানা বৃষ্টিপাতে সবুজে ছেয়ে গেছে মক্কার পাহাড় জাবাল আল নূর। প্রসিদ্ধ পাহাড়টিতেই ঐতিহাসিক হেরা গুহার অবস্থান, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কাছে পবিত্র কোরআনের প্রথম ওহি নাজিল হয়েছিল।

শুক্রবার (২৫ জানুয়ারি বা ১৪৪৬ হিজরির ৭ জুমাদাল আখিরাহ) সূর্যাস্তের সময় ধারণ করা বিরল ওই দৃশ্যগুলো বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে।

ইসলামি ইতিহাসের সম্মানিত স্থান জাবাল আল নূর পাহাড়টিতে সাধারণত পাথুরে ও অনুর্বর ভূখণ্ড দেখা যায়। তবে ছবিগুলোতে সবুজে আবৃত পুরো পাহাড়টিকে দেখা যাচ্ছে, যা শুষ্ক অঞ্চলের জন্য অস্বাভাবিক।

টানা বৃষ্টিপাত এর ভূদৃশ্যকে বদলে দিয়েছে, যা মহানবীর একটি উল্লেখযোগ্য হাদীসের সাথে মিলে গেছে। ঘটনাটি পবিত্র নগরীটিতে অনন্য মাত্রা যোগ করায় সবুজে আচ্ছাদিত জাবাল আল নূর এরই মধ্যে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, এই উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করা বৃষ্টিপাত আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। তবে, কর্তৃপক্ষ মক্কার বাসিন্দা ও হজযাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কারণ, ভারি বৃষ্টিপতে কিছু এলাকায় বন্যার শঙ্কা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ