৩২ বছর পর জাকসু নির্বাচন, রূপরেখা ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর জাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া, ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন এবং ১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পরের বছর ১৯৭২ সালে গঠিত হয় জাকসু। একই বছরে অনুষ্ঠিত হয় প্রথম জাকসু নির্বাচন, যেখানে গোলাম মোর্শেদ ভিপি এবং রোকন উদ্দিন জিএস পদে নির্বাচিত হন।
এর আগে গত ১৭ ডিসেম্বর জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে ৫ কর্মদিবসের মধ্যে জাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশের কথা বলা হয়। যার শেষ দিন ছিলো আজ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে