Views Bangladesh Logo

ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ন্ত্রণ নেয়া: জয়শঙ্কর

 VB  Desk

ভিবি ডেস্ক

বছর আগে সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেয়া।

লন্ডনের চ্যাথাম হাউসে বক্তৃতাকালে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান প্রায় সম্পন্ন হয়েছে, শুধু পাকিস্তানের দখলে থাকা ‘অবৈধভাবে দখলকৃত অঞ্চল’ ফিরে পাওয়া বাকি রয়েছে।

কাশ্মীর প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "আমরা কাশ্মীরে বেশিরভাগ সমস্যার সমাধান করেছি। ৩৭০ অনুচ্ছেদ বাতিল ছিল প্রথম ধাপ। এরপর অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচন আয়োজনের মাধ্যমে ব্যাপক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এখন বাকি রয়েছে চুরি যাওয়া জমি, যা পাকিস্তানের অবৈধ দখলে রয়েছে, তা পুনরুদ্ধার করা। এটি হলেই কাশ্মীর সমস্যার সমাধান সম্পূর্ণ হবে।"

এর আগে, ২০২৪ সালের ৯ মে জয়শঙ্কর বলেছিলেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) ভারতের অংশ এবং এটি ভারতের অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৪ সালের ৫ মে ওডিশার কাটকে এক আলোচনায় জয়শঙ্কর বলেন, "পিওকে কখনোই ভারতের বাইরে ছিল না, এটি ভারতেরই অংশ। ভারতের সংসদে একটি প্রস্তাব রয়েছে যে পিওকে ভারতেরই অংশ।"

তিনি আরও বলেন, ‘অতীতে জনগণকে এই বিষয়ে ভুলিয়ে দেওয়া হয়েছিল, তবে এখন বিষয়টি আবারও জনসচেতনতায় এসেছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ