Views Bangladesh Logo

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা জয়শঙ্করের

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তিনি নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে একই দিনে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্কর।

এ সময় ভারতীয় সাংবাদিকরা জানতে চান, রুবিও ও ওয়াল্টজের সঙ্গে বৈঠককালে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণের কথা উঠে এসেছে কি-না? জবাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘আমরা বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলা ঠিক হবে না।”

তবে যুক্তরাষ্ট্রে ভারতীয় কনস্যুলেটের ওপর হামলা এবং ভারতীয় কূটনীতিকদের হুমকির বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

জয়শঙ্কর বলেন, ‘বৈঠকে আমি এই ইস্যুগুলো উত্থাপন করিনি। তবে আমি বলতে চাই যে, সান ফ্রান্সিসকোতে আমাদের কনস্যুলেটে হামলার ঘটনাটি অত্যন্ত গুরুতর। এ বিষয়ে আমরা জবাবদিহি আশা করি এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি দেখতে চাই।’

গত দুই বছরে যুক্তরাষ্ট্রের আদালতে ভারতের এক সাবেক কর্মকর্তা এবং এক ভারতীয় ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, এই বিষয়টি (বৈঠকের সময়) আলোচনায় আসেনি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ