Views Bangladesh Logo

নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে যাচ্ছে জামায়াত

 VB  Desk

ভিবি ডেস্ক

লের নিবন্ধন ফেরত পেতে আপিল বিভাগে যাচ্ছে জামায়াতে ইসলামী। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হবে চেম্বার আদালতে।

আগামীকাল রোববার (১ সেপ্টেম্বর) এ আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটি থেকে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ শনিবার তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। ওই নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন তরীকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি।

পরে জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন ২০১৩ সালের ১ আগস্ট অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী আপিল বিভাগে আবেদন করে।

গত বছরের ১৯ নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। আপিলকারীর পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

পরবর্তীতে চলতি বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গত ২৮ আগস্ট আগের নিষিদ্ধের আদেশ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ