Views Bangladesh Logo

জয়ের স্বপ্নে ভারত গেলেন জামাল-হামজারা

ইংলিশ প্রিমিয়ার লীগের খেলোয়াড় হামজা চৌধুরী দলে যোগ দেয়ার পর থেকে বদলে গেছে পুরো বাংলাদেশ ফুটবল টিমের মানসিকতা। যা ফুটে উঠেছে ভারত সফরের ঠিক আগে করা সংবাদ সম্মেলনেও। ক্রিড়া উপদেষ্টা, বাফুফে প্রেসিডেন্ট, কোচ, খেলোয়ার- সবার কথাই যেন একই সুরে গাঁথা। বদলে যাওয়া বাংলাদেশ এবার করবে ভারত জয়। কেনই বা নয়? দক্ষিণ এশিয়ার কোনো জাতীয় দলে প্রথমবার খেলছেন ইংলিশ প্রিমিয়ার লীগের কোনো খেলোয়াড়। তাও আবার বাংলাদেশের জার্সি গায়ে।

ফুটবলে ভারতের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশ জিতেছিল ২৫ বছর আগে। ১৯৯৯ সালের অক্টোবরে সাউথ এশিয়ান গেমসে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বিভিন্ন টুর্নামেন্টে দুদেশের ১৩টি ম্যাচ খেলা হয়ে গেছে। কিন্তু এক ম্যাচেও ভারতকে হাতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। শুধু তাই নয় ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত ভারতের বিপক্ষে ৩১টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ। ১৩টি ম্যাচে ড্রয়ের রেকর্ড। বাকি ১৬টি ম্যাচেই হার। অতীত পরিসংখ্যানে অনেক শক্ত অবস্থানে থাকা ভারতের বিপক্ষে কী ২৫ বছরের জয়ের খরা কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ?

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলা দেওয়ান হামজা চৌধুরী নতুন স্বপ্ন দেখাচ্ছেন দেশের ফুটবল ভক্তদের। ইংলিশ ফুটবলে শীর্ষ পর্যায়ে খেলা প্রথম ফুটবলার হিসেবে দক্ষিণ এশিয়ার কোনো দেশের হয়ে খেলবেন হামজা। তাকে ঘিরেই ফুটবলে যে উন্মাদনা তৈরি হয়েছে, সেটি মাঠের লড়াইয়ে দেখাতে চান হামজা। ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় শিলংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন হামজা-জামালরা। কলকাতা হয়ে আসামের শিলং পৌছায় বাংলাদেশ ফুটবল দল।

ভারত যাত্রার আগে ১৯ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করেছেন হামজা। দলের সঙ্গে বেশ ভালো ভাবে মানিয়ে নিয়েছেন। তাই এই ফুটবলারকে ঘিরে স্বপ্নের কথা জানালেন জাতীয় দলের ফুটবলাররা।

ডিফেন্ডার তপু বর্মণ বললেন, ‘সে (হামজা চোধুরী) অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। দলে অন্যরা ফিট আছে। আমার কাছে মনে হয়, এটা একটা পজিটিভ ব্যাপার। হামজার অর্ন্তভুক্তিতে দলে সবার মধ্যে জয়ের একটা তাড়না লক্ষ্য করা যাচ্ছে।'

তপু বলেন, ‘আমাদের প্রস্তুতি, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবার পুরোপুরি আলাদা। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তাধারা জয় পাওয়ার মানসিকতার।’ তারকা ফুটবলার সোহেল রানা বলেন, ‘হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছেন। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।’

এদিকে, শেষ মুহুর্তে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন। ফলে ২৪ খেলোয়াড়সহ ৩৬ জনের বহর নিয়ে ভারতে গেছে টিম বাংলাদেশ। ভারত ম্যাচের আগে ২৩ জনের চূড়ান্ত দল প্রকাশ করা হলে আরো একজন ফুটবলার বাদ পড়বেন।

ভারতের বিপক্ষে বাংলাদেশ ২৪ জনের স্কোয়াড 
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।

অন্যদিকে, বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভারতে গেলেও বড় বার্তা দিয়ে রাখলেন সুনিল ছেত্রীরাও। ১৯ মার্চ প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ভালো ফুটবল খেলার ইঙ্গিত দিয়েছে ভারত। তাদের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচটি যে মোটেও সহজ হবে না তা জানে বাংলাদেশও। তবে হামজায় উজ্জীবিত বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে সবটুকু উজাড় করে দেবেন এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ফুটবলের কোটি ভক্তের।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ