Views Bangladesh Logo

মৌলভীবাজারে যমুনা ব্যাংকের স্কুল ব্যাংকিং সম্মেলন

Press Release

প্রেস রিলিজ

যুবসমাজের আর্থিক সক্ষমতা বাড়াতে এবং আর্থিক শিক্ষার অগ্রগতিতে সম্মিলিত দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে মৌলভীবাজারে ‘স্কুল ব্যাংকিং সম্মেলন-২০২৫’ করেছে যমুনা ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের নির্দেশনায় হওয়া এই সম্মেলনে অংশ নেয় জেলার সবগুলো তফসিলি ব্যাংক।

সম্মেলনে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বিশেষ অতিথি ছিলেন আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক মো. ইকবাল মহসিন ও মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান।

এই অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে সম্মেলনে স্কুল ব্যাংকিং উদ্যোগের সাফল্যে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।

সম্মেলনের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ জাগাতে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ