যমুনা রেল সেতু চালু হবে আগামী বছরের জানুয়ারিতে
যমুনা নদীর ওপর দিয়ে রেলওয়ে সেতুর কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সেতুটি চালু করা হবে।
বুধবার (২০ নভেম্বর) বঙ্গববন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৪.৮ কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন ডুয়েল গেজ সেতুটি দেশের বৃহত্তম ডেডিকেটেড রেল সেতু হবে। ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে।
তিনি আরও জানান, সেতুটির মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। এরমধ্যে ১৩ হাজার কোটি টাকা নির্মাণ কাজের জন্য এবং ৩ হাজার কোটি টাকা অন্যান্য ব্যয় মেটাতে বরাদ্দ করা হয়েছে। তবে নির্মাণ কাজে ৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, মূল নির্মাণ কাজ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় করা হয়েছে। জাইকা দিয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা, বাকি টাকা এসেছে বাংলাদেশ সরকারের (জিওবি) তহবিল থেকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে