ভারত-পাকিস্তান পরিস্থিতিতে জনতা পার্টি বাংলাদেশের উদ্বেগ
ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জনতা পার্টি বাংলাদেশ। এই আক্রমনে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দলটি কোনোভাবেই তা সমর্থন করে না বলেও জানিয়েছে।
বুধবার (৭ মে) যৌথ বিবৃতিতে জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, নির্বাহী চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ এই উদ্বেগ জানান।
বিবৃতিতে তারা বলেন, দক্ষিণ এশিয়ার এই দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
দলটি এই যুদ্ধাবস্থার উদ্ভব বা সশস্ত্র সংঘাতকে এই অঞ্চলের জন্য ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত বিবেচনা করে জানিয়ে এ ধরনের পরিস্থিতি থেকে দুই দেশকেই সরে আসার আহ্বান জানায়।
তারা বলেন, বাংলাদেশের জনগণ বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সমাধানের পক্ষে। ভারত ও পাকিস্তান উভয় দেশের প্রতি জনতা পার্টি বাংলাদেশ আহ্বান জানায়, যেন তারা উত্তেজনা প্রশমনের জন্য অবিলম্বে সংলাপে বসে, ধৈর্য ও সংযমের পরিচয় দেয় এবং যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে।
নেতারা বিবৃতিতে বলেন, জনতা পার্টি বাংলাদেশ বিশ্বাস করে, কেবল শান্তি, সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মাধ্যমেই এই অঞ্চলের জনগণের সার্বিক মঙ্গল নিশ্চিত করা সম্ভব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে