Views Bangladesh

Views Bangladesh Logo

আইআরআই-এনডিআইয়ের প্রতিবেদন

জানুয়ারির নির্বাচন আগের চেয়ে কম সহিংস ছিল

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১৭ মার্চ ২০২৪

ত ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগের নির্বাচনের তুলনায় কম সহিংস হয়েছে। এই নির্বাচনের সময়, আগে ও পরে শারীরিক ও অনলাইন সহিংসতা আগের চেয়ে কম ছিল। এমনটাই বলছে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আসা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন (টিএএম)।

আমেরিকার অলাভজনক বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) শনিবার তাদের পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়।

এ ছাড়া ভবিষ্যতে নির্বাচনে সহিংসতার ঝুঁকি কমানো, আন্তর্জাতিক সহযোগিতা ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশন, সরকারের নির্বাহী ও আইন বিভাগ, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনদের কিছু সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে।

নির্বাচনে সহিংসতা কম হওয়ার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতি এবং নিরাপত্তায় সরকারের বাড়তি নজর।

তবে, তা সত্ত্বেও গত জানুয়ারির নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে তারা। এর কারণ, রাষ্ট্র, শাসক দল, ও বিরোধীদের সহিংসতা। সেইসাথে প্রাক-নির্বাচন পরিবেশের চিহ্নিত শূন্য-সমষ্টির রাজনীতি, রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতা, নাগরিক স্বাধীনতার সংকোচন এবং বাক স্বাধীনতা ও সংগঠিত হওয়ার স্বাধীনতার অবনতি এর কারণ।

প্রতিবেদনের ব্যাপারে এনডিআইয়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ বলেন, ‘প্রতিবেদনটি ভবিষ্যতে বাংলাদেশে আরও শান্তিপূর্ণ নির্বাচনের একটি মূল্যবান রোডম্যাপ হিসেবে অবদান রাখবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ