Views Bangladesh

Views Bangladesh Logo

‘মানসিক চাপ কমাতে’ এক হাজার বাড়িতে ঢোকা জাপানি গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

জাপানের পুলিশ এমন একজন নাগরিককে গ্রেপ্তার করেছে, যিনি ‘মানসিক চাপ কমাতে’ এক হাজারেরও বেশি বাড়িতে ভেঙে অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন।

এএফপি জানিয়েছে, দক্ষিণ জাপানের দাজাইফুতে একটি বাড়িতে ঢোকার পর সোমবার (২৫ নভেম্বর) ৩৭ বছরের ওই যুবককে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশের একজন মুখপাত্র বুধবার (২৭ নভেম্বর) জানান, দাজাইফুর ফুকুওকা প্রিফেকচারের একটি বাড়িতে অনুপ্রবেশ করেছিলেন ওই যুবক। গ্রেপ্তারের পর অভিযোগ স্বীকার করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জাপানের দৈনিক মাইনিচি শিম্বুনকে বলেছেন, ‘অন্যের বাড়িতে ঢুকে পড়া আমার শখ এবং আমি এটি এক হাজারেরও বেশিবার করেছি’।

তিনি পুলিশকে বলেন, ‘কারও বাড়িতে যখন ঢুকি, তখন কেউ আমাকে আবিষ্কার করবে কি না, এটি ভেবে আমি এতোটাই রোমাঞ্চিত হয়ে যাই যে, আমার হাতের তালু ঘেমে যায়। এটি আমাকে মানসিক চাপ থেকে কিছুটা মুক্তি দেয়’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ