Views Bangladesh Logo

যশোরে মুরগি খামারে আগুন, ২০ কোটি টাকার ক্ষতি

শোর সদরের রূপদিয়া ঘোড়াগাছি এলাকায় অবস্থিত আফিল লেয়ার ফার্মের একটি শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫০ হাজার মুরগিসহ মেশিনারিজ পুড়ে গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে এ আগুন লাগে। প্রতিষ্ঠানটির দাবি আগুনে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু জানান, সদর উপজেলার ঘোড়াগাছি এলাকায় তাদের একশ বিঘা জমির ওপর আফিল লেয়ার ফার্ম রয়েছে। সেখানকার ১৭টি শেডের মধ্যে একটি শেডে শুক্রবার দুপুর দেড়টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই শেডে ৫০ হাজার মুরগি ছিল। সব মুরগি মারা যাওয়ার পাশাপাশি শেডে থাকা মেশিনারিজ পুড়ে গেছে।

তিনি বলেন, আমাদের এটি ‘ইনভারমেন্ট কন্ট্রোল ফার্ম’ যার ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকা হবে। আমাদের সবকটি শেড অটোমেটিক মেশিন দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। তাপ নিয়ন্ত্রণ মেশিনসহ সবকটি মেশিন আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সদরের রুপদিয়ায় আফিল লেয়ার ফার্মের একটি শেডে আগুন লাগার খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।

তিনি বলেন, আগুনে শেডে থাকা মুরগিসহ সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ ১৮-২০ কোটি টাকা বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে।

আফিল লেয়ার ফার্ম সূত্রে জানা গেছে, তাদের ১৭টি শেডে ৭ লাখ মুরগি রয়েছে। প্রতিদিন এই ফার্ম থেকে ৪ লাখ ডিম উৎপাদন হয়ে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ