আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহর যাত্রা শুরু
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জয় শাহ। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের অধ্যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহর পথচলা।
রোববার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয় শাহর দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করে আইসিসি। একই সঙ্গে বিষয়টিকে বিশ্ব ক্রিকেটের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।
আইসিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলে দুই মেয়াদে নেতৃত্ব দিয়েছেন সংস্থাটিকে। নতুন করে দায়িত্ব পালন করতে না চাওয়ায় জয় শাহ একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসির চেয়ারম্যান পদে প্রার্থিতা করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩৫ বছর বয়সী জয় শাহ আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মসনদে বসার পর জয় শাহ বলেন, আইসিসি প্রধান হিসেবে যাত্রা শুরু করতে পেরে আমি খুব সম্মানিতবোধ করছি। আইসিসি পরিচালক ও বোর্ডের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই তাদের সমর্থন ও আস্থার জন্য।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে