Views Bangladesh Logo

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপনির্বাচন স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

সংসদ সদস্য আবদুল হাইয়ের মৃত্যুতে শূন্য হওয়া ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আপাতত এই আসনে নির্বাচন হচ্ছে না।

সোমবার (৬ মে) এ আদেশ দেন বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে আগামী ৫ জুন ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই। তিনি মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান মো. নায়েব আলী জোয়ারদার‌। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ