Views Bangladesh Logo

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি

 VB  Desk

ভিবি ডেস্ক

চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে সেখানে যাওয়ার পর থেকে তার খোঁজ পাচ্ছে না এই এমপির পরিবারের সদস্যরা।

এ ঘটনায় রবিবার (১৯ মে) বিকেলের দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে কার্যালয়ে যান এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

এ বিষয়টি নিশ্চিত করে তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমার বাবা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজের ঘটনায় ডিবিকে অবহিত করতে এসেছি।

এ ব্যাপারে এমপি আনারের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ সংবাদমাধ্যমকে জানান, ইতোমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। এ ছাড়া সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে।

নিখোঁজ এমপির পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ মে চিকিৎসার জন্য কলকাতায় যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ