Views Bangladesh Logo

যশোরে

শোর সদর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল হোসেন (৪০) গোবিলা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, শিমুল হোসেন গোবিলা বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। এক পর্যায়ে বাজার ও বাড়ির মাঝামাঝি কাঁচা রাস্তায় পৌঁছেলে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায। স্থানীয়রা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

হাসপাতালের আরএমও পার্থপ্রতিম চক্রবর্তী জানান, নিহত শিমুলের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া তার মাথা ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন আছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পূর্ব কোন শত্রুতার কারণে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। নিহতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ