প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়ে জ্যোতির সেঞ্চুরি
বাংলাদেশে নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরুর দুই দিনের মধ্যেই ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। সোমবার তিনি বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সেন্ট্রাল জোন বনাম নর্দার্ন জোনের ম্যাচে জ্যোতি অসাধারণ পারফর্মেন্স দেখান।প্রথম ইনিংসে তিনি অপরাজিত থেকে ১৫৩ রান করেন। দিন শুরু করেছিলেন ৮৫ রান নিয়ে এবং সকালে জান্নাতুল ফেরদৌসের বলে সিঙ্গেল নিয়ে ২১৫ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৫৩ বল খেলে তিনি অপরাজিত থেকে ১৫৩ রানে। যার মধ্যে ছিল ২০টি বাউন্ডারি ও ২টি ছক্কা।
বিসিএলের উদ্বোধনী দুই দিনে কয়েকজন ক্রিকেটার সেঞ্চুরির কাছাকাছি পৌঁছালেও, জ্যোতিই প্রথম এই মাইলফলক স্পর্শ করেন।
প্রথম দিনে নর্দার্ন জোনের ফারজানা হক ৮৬ রানে আউট হন এবং সাউথ জোন বনাম ইস্ট জোন ম্যাচে শারমিন আখতার ৮৮ রানে থেমে যান। দ্বিতীয় দিনে আয়েশা রহমান ৯৪ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেন।
Nigar Sultana Joty creates history!
The Central Zone captain celebrates becoming the first Bangladeshi women batter to score a first class century during her knock against North Zone in the inaugural women's BCL at SKS, Rajshahi.
🌟
Match Details: https://t.co/STOOhwLTHe#BCB… pic.twitter.com/sXsWBvgmOT
Nigar Sultana Joty creates history!
— Bangladesh Cricket (@BCBtigers) December 23, 2024
The Central Zone captain celebrates becoming the first Bangladeshi women batter to score a first class century during her knock against North Zone in the inaugural women's BCL at SKS, Rajshahi.
🌟
Match Details: https://t.co/STOOhwLTHe#BCB… pic.twitter.com/sXsWBvgmOT
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে