Views Bangladesh

Views Bangladesh Logo

টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুলেন জ্যোতি

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

ন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক অর্জন করলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নামার আগে ১০১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১,৯৭৭ রান ছিল নিগার সুলতানা জ্যোতির। অবশেষে গতকাল ক্যারিয়ারের ১০২তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক অর্জন করেন তিনি।


বিশ্বের ২৫তম নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন জ্যোতি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসাবে সবার উপরে আছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। তিনি ১৬৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে সর্বাধিক ৪ হাজার ৪৮১ রান করেছেন।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্থানে আছেন ফারজানা হক পিঙ্কি। তিনি ৮৪টি আন্তর্জাতিক টি২০ খেলে করেছেন ১২৫৩ রান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ