টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুলেন জ্যোতি
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক অর্জন করলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নামার আগে ১০১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১,৯৭৭ রান ছিল নিগার সুলতানা জ্যোতির। অবশেষে গতকাল ক্যারিয়ারের ১০২তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক অর্জন করেন তিনি।
বিশ্বের ২৫তম নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন জ্যোতি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসাবে সবার উপরে আছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। তিনি ১৬৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে সর্বাধিক ৪ হাজার ৪৮১ রান করেছেন।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্থানে আছেন ফারজানা হক পিঙ্কি। তিনি ৮৪টি আন্তর্জাতিক টি২০ খেলে করেছেন ১২৫৩ রান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে