Views Bangladesh

Views Bangladesh Logo

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

District  Correspondent

জেলা প্রতিনিধি

শনিবার, ১২ অক্টোবর ২০২৪

য়মনসিংহের সদর উপজেলায় নিজ বাসার সামনে স্বপন কুমার ভদ্র (৬৫) নামের এক স্থানীয় সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়ার টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বপন কুমার ভদ্র (৬৫) তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত ছিলেন না। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকার বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে স্থানীয় এবং জাতীয় সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করতেন।

স্বপন কুমারের ভাতিজা জুয়েল ভদ্র বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসার সামনে বসে ছিলেন চাচা। ওই সময় তাকে মাথায় এলোপাতাড়ি কোপানো হয়। বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। চাচির (সবিতা ধর) চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে স্পষ্টবাদী ছিলেন স্বপন কুমার। সাগর নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ ব্যাপারে ওসি সফিকুল ইসলাম বলেন, ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটক সাগর এলাকায় বখাটে ও নেশাগ্রস্ত হিসেবে পরিচিত। বিভিন্ন সময় মানুষকে ছুরিকাঘাত করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এজন্য তাকে আটক করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ